রংপুরে মর্মান্তিক দুর্ঘটনা: কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থী ও একই পরিবারের তিন জীবন!

আফসানা বেগম, যার এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল, সেই স্বপ্ন আর পূরণ হলো না। মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া নয়টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সে তার কাকা তো ভাই সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা রুবিনা বেগম (৩২), তার দুই বছর বয়সী ছেলে রহমত এবং রুবিনার ভাসুরের মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম (১৬), যার ডাক নাম ছিল স্নেহা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম তার স্ত্রী রুবিনা, ছেলে রহমত এবং ভাতিজি আফসানাকে মোটরসাইকেলে করে কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে মীরবাগ জুম্মাপাড় নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মিনিবাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
আফসানার পরিবারের সূত্রে জানা যায়, তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পর আশরাফুলের পরিকল্পনা ছিল তার ছেলে রহমতকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার।
একই পরিবারের তিনজনের মৃত্যুতে মহেশা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানার এএসআই শাহানুর আলম জানান, আশরাফুলের মোটরসাইকেলের সামনে একটি মাইক্রোবাস হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি মিনিবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ মিনিবাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *