রংপুরে স্কুল শিক্ষিকা অপহরণের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে স্কুলে যাওয়ায় পথে থানা চত্বর থেকে এক স্কুল শিক্ষিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মিঠাপুকুর থানায় স্কুল শিক্ষিকার মা শান্তনা বেগম একটি আভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার চিথলী উত্তর পাড়া (আদর্শপাড়া) গ্রামে স্থানীয় এম এ সাত্তার প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামিনী আখতার ওরফে কাকলীর প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল না। পরে নোয়াখালী জেলার আজিজুল ইসলামের (৩৫) সাথে গড়ে উঠে পরকীয়া প্রেমের সম্পর্ক।
এমন বাস্তবতায় প্রথম স্বামীকে তালাক দিয়ে আজিজুলকে বিয়ে করেন কাকলী। সেখানেও তার সংসার দীর্ঘ হয়নি। স্বামী আজিজুলও তাকে তালাক দেন। এরপর তিনি যোগ দেন শিক্ষকতায়। প্রায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ায় সময় উপজেলা প্রাণীসম্পদ অধিদফতরের কাছ থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে ৪ থেকে ৫ জন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‌‘স্কুল শিক্ষিকা নিজেই তার স্বামীর সঙ্গে স্বেচ্ছায় গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *