রাজধানীতে বাসার ভেতর থেকে দম্পতির লাশ উদ্ধার

মরদেহ

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ভাড়া বাসায় শুক্রবার এক দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩৬)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ কামালউদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর তাদের বড় ছেলে রিফাত দুজনের মধ্যে সমঝোতা করে দেন।

শুক্রবার সকালে রিফাত তার বাবার লাশ ঘরের সিলিংয়ে ঝুলতে এবং মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: সংরক্ষনের অভাবে ধ্বংসের পথে ব্রিটিশ বিরোধী সংগ্রামের ভবানী পাঠকের  মঠ

পুলিশ সন্দেহ করছে যে দম্পতির মধ্যে ঝগড়া চলাকালীন ফারজানা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান এবং আসমত তারপরে হয়ত আত্মহত্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *