রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে

রাজধানীতে

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোশারফ হোসেন (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী সজীব ও আব্দুর রহিম জানান, মোশাররফ হোসেনকে তারা পশ্চিম যাত্রাবাড়ী দয়াগঞ্জ শহীদ ফারুক সড়ক এলাকার একটি ছয় তলা ভবনের চার তলার কার্নিসের উপর অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মিলন জানান, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে গিয়ে মোশারফকে মৃত অবস্থায় পান। তারা জানতে পারেন, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তাদের বাবা মৃত মোজাফফর হোসেন। মোশাররফ দয়াগঞ্জের একটি মেসে থাকতেন। তার দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *