র‌্যাব-৭ এর (সিপিসি-২) হাটহাজারী ক্যাম্প উদ্বোধন

ছবি: মর্নিং নিউজ বিডি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ এর (সিপিসি-২) হাটহাজারী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ক্যাম্পের উদ্বোধন করেন।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহমানকে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‍্যাব দিনে দিনে মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করে আসছে র‌্যাব।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, হাটহাজারীতে র‌্যাবের ক্যাম্প স্থাপন করেছি আমরা। এ ক্যাম্প স্থাপন করতে দীর্ঘদিন চিন্তা করছিলাম। ভালো জায়গা খুঁজছিলাম। অ্যাসেসমেন্ট, আলোচনা করেছি। হাটহাজারীর মানুষ, স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ক্যাম্প স্থাপনে যেভাবে সকলের সহযোগিতা বিরাজমান ছিল, তেমনি দায়িত্ব পালন করতে গিয়েও সেভাবেই সকলের সহযোগিতা পাওয়ার আশা রেখেছেন র‍্যাব মহাপরিচালক আল-মামুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের ছাত্র ছিলাম। হাটহাজারীতে অনেকবার আসা হয়েছে। হাটহাজারীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আশা করছি আমার সে আত্মিক সম্পর্ক র‌্যাব ফোর্সেসের মাধ্যমে জারি থাকবে।

র‌্যাব-৭ এর (সিপিসি-২) হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কাপ্তাইসহ রাঙ্গামাটি অঞ্চলে অপরাধ দমনে কাজ করবেন।

আরও পড়ুন: সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে সন্দেহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *