শার্শায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা ইউনিয়ন যুুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বিকালে নাভারন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে মাওলানা আবু ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যশোর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার কারনে আজ আমরা এ সমাবেশ করতে পেরেছি, ইনছাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে যুবদেরকে দায়িত্ব নিতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে কোন চাঁদাবাজ, টেন্ডার বাজ, দখল বাজদের কোন স্থান হবে না বাংলার মাটিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয় বার বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের আত্মার প্রতি আমরা ঋনী।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর সুরা সদস্য ও ঢাকা উত্তর মহানগরী, প্রভাষক মনিরুল ইসলাম জেলা সহ সেক্রেটারী, অধ্যাপক ফারুক হাসান উপজেলা আমির, জাহাঙ্গীর আলম উপজেলা সেক্রেটারী, এ্যাডঃ শরিফুল আলম জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ উপজেলা যুব সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ জিহাদি, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাসান আহম্মেদ, আবু জার গিফারী সভাপতি উপজেলা ছাত্র শিবির প্রমুখ। মাগরিব নামাজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *