যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজীব হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান- ই’ জাহান তিনি বলেন নারীর ক্ষমতায়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শওকত মেহেদী সেতু, সমবায় অফিসার মোঃ রাশেদ,সমাজসেবা অফিসার তৌহিদুজ্জামান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ।
এ সময় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা ডা. নাজীব হাসান বলেন, ৫ আগস্ট পরে স্বৈরাচার শাসক আর নেই।
আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নারীর মূল্যায়ন করতে হবে একটা সময় ছিল নারী শিশু জন্মালে দাফন করা হতো সময়ের পরিবর্তন এসেছে নারীদের মূল্যায়ন করতে হবে।
এ সময় শার্শা উপজেলার বিভিন্ন কর্মকর্তা নারীর ক্ষমতা ও অধিকার নিয়ে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বলেন।
