যশোরের শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর কাগজপুকুর ফুটবল একাদশ বনাম রশিদ পিন্টু ফুটবল একাদশের সেমিফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রমিক নেতা সহিদ আলী। ১৬ ই নভেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকায় লাউতাড়া স্কুল প্রাঙ্গণের ফুটবল মাঠে সেমিফাইনাল খেলাটির, ক্রীড়া কমিটির প্রেসিডেন্ট আমিরুল মেম্বারের সভাপতিত্বে এবং বাসেত মল্লিক রিফারীর বাঁশিতে খেলাটি শুরু হয়। পরে দ্বিতীয় সেমিফাইনালে পিন্টু রশিদ নাভারন ফুটবল একাদশ ১- /- ০ গোলে কাগজপুকুর ফুটবল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে পদার্পণ করে। এসময় প্রধান অতিথি ২ দলের প্লেয়ারদের সাথে কৌশল বিনিময়কালে নাইজেরিয়ান প্লেয়ারের সাথে সাক্ষাৎ হয় তার এবং এই বিদেশী খেলোয়ারকে দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় জমায়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর ৯২৫ এর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী। আরোও উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির সভাপতি আমিরুল মেম্বার, আব্দুর রহমান, উলশী ইউনিয়নের যুবদলের মইদুল ইসলাম, জাফর ইকবাল, ধারাভাষ্যকর লক্ষণ কুমার, ডাঃ আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন এলাকার হাজার হাজার ফুটবল প্রেমিরা।
শার্শায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সেমিফাইনাল অনুষ্ঠিত
