শার্শায় গরু চুরি করতে এসে চোরের দল ট্রাক ফেলে পালাল

যশোরের শার্শায় গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোরের দল। শনিবার (৪ জানুয়ারি)দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে থানা পুলিশ এসে জব্দ করেছে ট্রাকটি। স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েক মাস আগে মাটিপুকুরিয়া পাশ্ববর্তী ধলদা গ্রামের মৃত আতর আলীর ছেলে ও নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আনিসুর রহমানের তিনটি গরু গভীর রাতে চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে গরুর চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের  মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে সজাগ থাকার চেষ্টা করে। শনিবার দিবাগত গভীর রাতে চোরের দল ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে এসে মাটিপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেনের বাড়িতে গিয়ে গোয়াল ঘরের তালা ভাঙতে থাকলে শব্দ শুনে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী চোরের দলকে ধাওয়া দিলে ট্রাক নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাক নিয়ে পাশ্ববর্তী গ্রাম কাঠুরিয়া গিয়ে অবস্থার বেগতিক দেখে রাস্তায় ট্রাক রেখেই পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে পুলিশ এসে জব্দ করে ট্রাকটি শার্শা থানায় নিয়ে যায়। মুরাদ হোসেন জানান, রাতে চোরে যখন গোয়াল ঘরের তালা ভাঙছিলো তখন তার ভাই খলিলুর শব্দ শুনে জানালা খুলে ৫ /৬ জনকে গোয়াল ঘরের সমনে দেখে চিৎকার দিলে তারা ঘুম থেকে জেগে বহিরে আসতে গিয়ে দেখেন বাইরে থেকে তাদের ঘরের সিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছে চোরের দল। পরে তারা জানালা দিয়ে পরিবারের সকলে মিলে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের বাড়ি থেকে অনেকে এসে চোরের দলকে ধাওয়া করলে চোরের দল ট্রাক নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি উল্টা পথে কাঠুরিয়া গ্রামের দিকে গেলে ওই গ্রামের লোকজন ধাওয়া দিলে অবস্থা বেগতিক দেখে ট্রাক রেখে চোরের দলের সকলে দৌড়ে পালিয়ে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *