
যশোরের শার্শায় দুই সন্তানকে রেখে এক পাইপ মিস্ত্রির সাথে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার(১৭অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধুর স্বামী পল্লী চিকিৎসক মনিরুল জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার সময় নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন বলে দাবী করেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মহিষা গ্রামের পাইপ মিস্ত্রি আকিবুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী হীরা মনি(৩২) এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় আকিবুল(২৪) ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক আকিবুলের ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, আকিবুল ইসলাম অবিবাহিত, অপরদিকে গৃহবধূর দুটি মেয়ে সন্তান রয়েছে। সে তার সন্তানদের রেখে পালিয়েছেন। সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত পরিবারের লোকজন।
মর্নিংনিউজ/বিআই/এআর
