যশোরের শার্শায় নিজামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার বিকালে নিজামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার ও আহম্মদ আলী শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আখতার, সহ শ্রম বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রশিদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, নাভারণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজামপুর ইউনিয়নের সকল ওয়ার্ড শাখা নানা কর্মসূচি পালন করবে।
কর্মসূচির মধ্যে থাকবে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার। এসব অনুষ্ঠানে উপজেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।
