যশোরের শার্শার সদর ইউনিয়নের ইসলাম পুর চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তদের হামলায় ইয়াসিন (৩৩) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে। তিনি নাভারন সাতক্ষীরা মোড়ের প্রাইভেটের ড্রাইভার ছিলো। আহত ইয়াসিন যশোর জেলার শার্শা উপজেলার ইসলাম পুর (কিসমির বিল) গ্রামের ফজলুর রহমান ছেলে।
দুপুরে বাড়িতে খাবার উদ্দেশ্যে যাচ্ছিল এসময় সন্ত্রাসী মাসুদ তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, এই বিষয়ে মামলা হয়েছে। আসামী আটকে অভিযান অব্যাহত আছে।
