শার্শায় স্বর্ণের ১০টি বারসহ পাচারকারী আটক।

যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়ায় ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামের এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

রবিবার (০৪ মে) বেলা ১২টার দিকে বাগআঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয় মন্ডব গ্রামের সুনীল ঘোষের ছেলে।

যশোরের-নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, গোপন খবরের ভিত্তিতে যশোর থেকে সাতক্ষীরাগামী বাসে এক আরোহী ইয়াবার একটি বড় চালান নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে।

এরপর নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া এলাকায় শুভ ঘোষকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি ১১৯ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১কেজি ১শ ৯৪ গ্রাম। যার বর্তমান বা আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটককৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে এবং আটক শুভ ঘোষের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *