শার্শার উলাশীতে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা!

যশোরের শার্শায় আবারো উলাশীতে ছিনতাইকারির কবলে যুবক। গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসির ধাওয়ায় পালিয়ে যায় ছিনতাইকারিরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উলাশীর গিলাপোলে এ ঘটনা ঘটে। আহত যুবক ঝিকরগাছা উপজেলার শরিফপুর গ্রামের আরিফুল রহমান। তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরিফুল জানান, তিনি তার শ্বশুরবাড়ি শার্শার বসতপুর ছোট কোলনী গ্রামে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এতে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আরিফুল জানান, দুর্বৃত্তরা মুখোশ পরা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। তিনি আরও জানান, আহত আরিফুল এখন আশঙ্কামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *