শার্শার কায়বায় আবারো ২টি হাতবোমা উদ্ধার

 

যশোরের শার্শার কায়বায় আবারো একই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১লা নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তা থেকে দুইটি বোমা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে আমার এলাকায় এইভাবে বোমা রাখা হচ্ছে। এতে করে গ্রামবাসী খুবই আতঙ্কে আছে। আমি পুলিশকে বিষয়টা জানিয়েছে, এবং গ্রামবাসীকে সতর্কতা থাকার জন্য বলেছি।

বাগআঁচড়া ক্যাম্পের ইনচার্জ জানান, আমি বিষয়টি জানা মাত্রই সেখানে আমার একটি টিম পাঠিয়েছিলাম। আজও মাত্র ২০গজ দূর থেকে দুইটা হাত বোমা উদ্ধার করেছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে যে স্থান থেকে তিনটি বোমা উদ্ধার করেছিলাম সেখান থেকে আবারো দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। খুব দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

মর্নিংনিউজ/বিআই/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *