যশোরের শার্শা উপজেলার কায়বায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।
উপজেলার কায়বা ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২৪ থেকে ২৬ কেজি।
বাগআঁচড়া বাগুড়ীর একটি দোকান থেকে কার্ডধারীদের ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাল নিতে হচ্ছে ২৪ থেকে ২৬ কেজি। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় চাল ৪ থেকে ৬ কেজি কম। চাল নিতে আসা একাধিক কার্ডধারীরা জানান, প্রতিবার এখান থেকে চাল নিয়ে অন্য যে কোনো দোকানে মাপ দিলেই দেখা যায় ৫ থেকে ৬ কেজি কম।
পরে বিষয়টি প্রমাণ করতে পার্শ্বের একটি দোকান থেকে মেশিন এনে বিক্রিত চাল ওজন দিলে প্রায় প্রতি বস্তায় ৪ থেকে ৬ কেজি কম হয়।
