শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ! টিসিবি’র কার্ড বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

যশোরের শার্শায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়করনের মাধ্যমে দেওয়া টিসিবির কার্ড বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী করেছে বাগআঁচড়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ। মঙ্গলবার(২৪ ডিসেম্বর)বেলা ১১ টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ  কর্মসূচী পালন করে তারা। বিক্ষোভ শেষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার প্রকৃত সুবিধাভোগিদের বাদ দিয়ে বৈষম্যমূলকভাবে লালিত তাদের দলীয় লোকদের প্রায় দেড়যুগ যাবৎ সুযোগ সুবিধা প্রদান করেছে। পূর্বে যাদের টিসিবি কার্ড প্রদান করা হয়েছিল তারা সকলে আওয়ামীলীগের দলীয় লোক। এখনো পর্যন্ত তা আওয়ামীগ লোকদের মাঝে উক্ত কার্ড বহাল আছে।যেটা চরম বৈষম্যমূলক। এমতাবস্থায়, উক্ত টিসিবির কার্ড বাতিল করে নতুন ভাবে যাচাই বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরনের জন্য আবেদন করছি। এসময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র  আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন, মিকাইল হোসেন মনা, আনোয়ার হোসেন বাবু, শাহাজান কবির, বিএনপি নেতা মোনায়েম হোসেন, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক কবির হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, জামায়াত নেতা নজরুল ইসলাম, মাও. হাবিবুল্লাহ বেলালিসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *