যশোরের শার্শার সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির পরিচিতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক অনুমোদি এ এডহক কমিটির পরিচিতি সভা উক্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।
এর আগে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা প্রথমে নবগঠিত এডহক কমিটির সভাপতি আসাদুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ওই কমিটির অভিভাবক সদস্য ওহিদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম ও সদস্য সচিব ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে ও বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলন, গোগা ইউনিয়ন বিএনপির সহ সংগঠিক সম্পাদক আব্দুল মাজেদ, বিএনপি নেতা আবু বক্কর, হাফিজুর রহমান,রফিক মোল্লা, আমিরুল ইসলাম, আব্দুল মালেক, আলী হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-কর্মচারীরা।
