যশোরের শার্শায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ মোট পরোয়ানাভুক্ত ০৫ (পাঁচ) জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী- মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত মজিবর রহমান, সাং-সমন্ধকাঠী, থানা-শার্শা। আসামী- আনিছ সরদার, পিতা-রহিম বকস সরদার, সাং-অগ্রভুলট (দক্ষিনপাড়া)। আসামী মোহাম্মদ আলী নেদু, পিতা-মৃত ওহাব শেখ, সাং-নাভারণ রেলবাজার, থানা-শার্শা, জেলা-যশোর। মোঃ মিলন গাজী, পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, জেলা-যশোর। রেবেকা খাতুন, স্বামী-আরিজুল বিশ্বাস, সাং-আমতলা গাতিপাড়া, থানা-শার্শা। শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৫
