শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন গ্রেফতার।

যশোরের শার্শায় পুলিশের অভিযানে  পরোয়ানাভুক্ত  ২ জনকে গ্রেফতার করেছে। পরোয়ানাভুক্ত আসামী মোঃ জাকির হোসেন আলম, পিতা-মোঃ আশরাফ আলী মোড়ল আশরাফ মিস্ত্রি, সাং-কন্যাদহ, থানা-শার্শা, জেলা-যশোর এবং নারী শিশু-২৫০/২৩ (সাতক্ষীরা) এর পরোয়ানাভুক্ত আসামী সরজিৎ বিশ্বাস, পিতা-সুশীল কুমার, সাং-কাজির বেড়, থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ইং-১৪/১১/২০২৪ তারিখ গ্রেফতার করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, আটককৃতদের  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *