যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযানে ১টি চোরাই স্যালো মেশিনসহ ২ জন এবং পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেফতার করেছে। চোরাই স্যালো মেশিন ১ সহ আসামী ১) মোঃ মহিম(১৯) পিতাঃ শহিদুল ইসলাম, সাংঃ জগদানন্দকাটি, ঝিকরগাছা, ২)মমিনুর রহমান পিতাঃ মৃত হাবিবুর রহমান সাং বাগআঁচড়া (গাজী পাড়া), শার্শা এবং পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনিরুল ইসলাম পিতা মোঃ আলমগীর হোসেন সাং কাশিয়াডাঙ্গা শার্শা জেলা-যশোরদ্বয়কে ইং১০/১২/২০২৪ তারিখ এসআই আব্দুস সবুর ও এএসআই আল আমিন হোসাইন আসামীদের গ্রেফতার করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, যথাযথ পুলিশ প্রহরায় আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
শার্শা থানা পুলিশ গ্রেফতার করেছে, চোরাই স্যালো মেশিনসহ ২, পরোয়ানাভুক্ত ১।
