শিবচরে টমেটো কেনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত এক

টমেটো কেনার ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরের কাদিরপুরে বিবদামান দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত শাকিল মাতুব্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ১৪জানুয়ারী রবিবার বিকেলে কাদিরপুর বাসার মৃধার মুদি দোকানের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, কাদিরপুর বাসার মৃর্ধার কাচা বাজের টমেটো কেনার সময় ফারুক মুন্সীর সাথে প্রতিপক্ষ বাসার মৃধার এক কেজি টমেটা কেনার সময় কথাকাটি হয় হয়। পক্ষ ও ওই ঘটনার জের ধরে স্থানীয় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ লাঠিসোটা নিয়ে এগিয়ে একে অপরের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শাকিল আকিল মাতুব্বরসহ আরো বেশ কয়েক জনকে ছুরিঘাত করে। এ সময় শাকিল মাতুব্বর সহ দুই পক্ষের প্রায় ৮জন গুরুতর আহত হয়। দীর্ঘ পাঁচ দিন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার দুপুরে আহত শাকিল মারা যায়। নিহত শাকিল কাদিরপুরের ওকোলদ্দিন মুন্সীর কান্দি গ্রামের বাচু মুন্সীর ছেলে। আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হয়। আহতদের অবস্থার গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার।

এ ব্যাপারে শিবচর থানায় দুই পক্ষের পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *