শিবচরে ৮০তম বার্ষিক মাহফিল শেষ হয়, আখেরি মোনাজাত দিয়ে।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত বৃটিশ বিরোধী আন্দলনের অন্যতম নেতা হাজী শরীয়াতুল্লাহ (রহ.)এর স্মৃতি বিজোড়িত আস্তানায় (বুধবার ১৯-ফেব্রুয়ারি) থেকে ৩ দিন ব্যাপী বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিল শেষ হয়েছে গতকাল শুক্রবার। ৩ দিনব্যাপি মাহফিলের শুক্রবার ছিলো মাহফিলের শেষ দিন। শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হওয়ার কথা থাকলেও তা এশার নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার রাত থেকেই লাখো ভক্তবৃন্দরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হতে থাকেন বাহাদুরপুর ময়দানে। আজ শুক্রবার সকাল থেকেই বাহাদুরপুর ময়দানে জুমার নামাজ আদায় করার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রান মুসল্লীরা। দুপুর ১২ টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলে মাঠসহ আশেপাশের রাস্তাঘাট এমনকি বাড়ীঘরের উঠানও। যে যেখানে যায়গা পেয়েছেন সে সেখানেই দাঁড়িয়েছেন নামাজের জন্য। বর্তমান পীর হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান সাহেবের ইমামতিতে লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসল্লীরা জুমার নামাজ আদায় করেন।

আখেরী মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত জন্য দোয়া করা হয়। গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাহাদুরপুর ময়দান ও আশেপাশের এলাকা গুলো। মহান আল্লাহর কাছে পরকালে মুক্তির জন্য কান্নাকাটি করেন। এ সময় শিরক্ মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানান পির সাহেব হুজুর। বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদরাসার ৮১ তম বার্ষিক মাহফিল আগামী ২০২৬ ইং সালের ৪, ৫ ও ৬ ই ফেব্রুয়ারি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *