শেষ হলো পাইওনিয়ার হাবের ‘ন্যাশনাল টি-শার্ট ডিজাইনিং প্রতিযোগিতা’

“টি-শার্টে হবে জয় জয়কার, আমার জেলা আমার অহংকার “এই স্লোগান নিয়ে “পাইওনিয়ার হাব” আয়োজন করেছিলো ” ন্যাশনাল টি-শার্ট ডিজাইনিং প্রতিযোগিতা ২০২০”।

তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরাবরই কাজ করে এসেছে সংগঠন টি, তারই ধারাবাহিকতায় উক্ত প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

গত ১৩ই সেপ্টেম্বর থেকে শুরু করে ১৫ই অক্টোবর পর্যন্ত চলে রেজিষ্ট্রেশন। জেলায় জেলায় চলা এই লড়াইয়ে সারাদেশের বিভিন্ন জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নিজ নিজ জেলার স্বকীয়তা তুলে ধরে নজরকাড়া সব ডিজাইনে। ২০শে অক্টোবর ফলাফল ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এতে সেরা ৫টি ডিজাইনের তালিকা প্রকাশ করা হয়।

পাইওনিয়ার হাবের অফিশিয়াল গ্রুপে আপলোড করা ছবিগুলোর লাইক, কমেন্ট, শেয়ারের ভিত্তিতে ৪০% নম্বর এবং বিচারকমণ্ডলী প্রদত্ত ৬০% নম্বরে ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। খুব শীগ্রই বিজয়ীদের কাছে তাদের কাঙ্ক্ষিত পুরষ্কার পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *