শৈলকুপায় ১০হাজার নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাচপাকিয়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী, কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্বাস বিল্ডার্সের সত্ত্ববাধীকারি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল এ ঈদ উপহার বিতরণ করেন। সেসময় আওয়ামীলীগ নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

সেসময় নজরুল ইসলাম দুলাল বলেন, ঈদের আগে পর্যায়ক্রমে ১০ হাজারের বেশী মুসলিম, হিন্দু, এতিম নারী-পুরুষ ও শিশুদের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোন ইফতার মাহফিল না করে এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

মর্নিংনিউজ/বিআই/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *