শৈলকূপায় একাধিক ককটেল বিস্ফোরণ!

১০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় আরো ৩টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে শৈলকূপা থানা-পুলিশ। পুলিশ জানায়, এলাকায় আতঙ্ক ছড়িয়ে ফায়দা লুটতে একটি দূর্বৃত্তচক্র মরিয়া হয়ে উঠেছে। তারই অংশ হিসেবে আইনশৃংখলার অবনতি ঘটাতে মাথাচারা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করতে যারা গোপন তৎপরতা শুরু করেছে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। আইন শৃঙ্খলা শান্ত রাখতে শৈলকূপা পুলিশ নিরালস কাজ করে যাচ্ছেন বলে থানার অফিসার ইনচার্জ মাসুম খান দাবি করেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরদিকে উপজেলা ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়ে শহরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *