কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত শৈলকূপার কৃষকদল। অর্থনৈতিকভাবে উপজেলার বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কৃষকদলের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম পান্না’র সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল উপজেলা কৃষকদলের সদস্য সচিব খন্দকার কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত। এছাড়াও পৌর এবং ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
শৈলকূপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
