শৈলকূপা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন!

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শৈলকূপায় এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। পার্শ্ববর্তী মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোঃ মুহিববুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ সদস্য। বাংলাদেশ খেলাফত মজলিস এর লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মাওলানা আলমগীর হুসাইনকে সভাপতি ও মাওলানা মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তাছাড়াও অন্যান্য পদে যারা শপথ গ্রহণ করেন, তারা হলো : সহ-সভাপতি ক্বারী শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কারিমুল, সহ-সভাপতি মাওলানা রাশেদ, সহ-সভাপতি মাওলানা শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ইলিয়াস, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহ-অফিস সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল আজম।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *