বসুধা আজ এক অবাক শূন্য পথে
কলঙ্ক জড়ায়ে যায় কভু নাহি জানা,
ফানুশ উড়িয়ে চলে যেতে চায় রথে
ঘোষণাতে একত্ব, কভু নেই যে মানা,
অনন্ত ভাবনা নিয়ে চলে নিজ যথে
তব সত্য স্বীকৃত দিক না দিক হানা!
মনে যা চায় করে যে, সব একটানা,
নিতান্ত এক অন্তরালে নিমগ্ন তথে।
আবার যুদ্ধে ধ্বংসের বাতাস বয়
রুখে দাও এ হিংস্রতাকে কর মাত!
সম্মুখের যুদ্ধ যেন স্থগিত না হয়,
যৌবনের দীপ্ত চেতনা তোমার জাত।
রক্ত প্রবাহে স্বাধীনতা তবে অক্ষয়,
শেষ যেন না হয় এ অনির্বানে রাত।
