ছোট্ট ফুটফুটে শিশু তাজবীর (৫)। যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়নের স্মরনপুর জামতলা মোড়ের দরিদ্র ভ্যানচালক তুহিন ও ফাতেমা দম্পতির এর পুত্র। ঈদুল আজহার আগের দিন শুক্রবার (৬ জুন) দুপুরে দাদীর হাত ধরে রাস্তার পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলো। হঠাৎই একটা চলন্ত ইজিবাইকের নীচে পড়ে যায় তাজবীর। ইজিবাইকের ড্রাইভার যথেষ্ট চেষ্টা করেন গাড়ি থামানোর।
কিন্তু এরই মাঝে বেশ খানিকটা পথ ইজিবাইকের নীচে বেধে ছেছড়িয়ে তাজবীর এর মাথার খুলির হাড় ভেঙে যায়, এক হাত ও এক পা ভেঙে যায়। শরীরের বৃহৎ অংশের চামড়া রাস্তায় পিচের ঘষায় উঠে যায়। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে যশোর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সে এখন ওখানেই চিকিৎসাধীন অবস্থায় আছে।
গত মঙ্গলবার (১০ জুন) তার জ্ঞান ফিরেছে। তাজবীর এর দরিদ্র ভ্যানচালক পিতার পক্ষে তার সুচিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তিনি সকলের কাছে সন্তানের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর ০১৯৮৮২৫০৬২৯। দয়া করে শিশুটিকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
