সড়ক দুর্ঘটনায় নিহত, শিবচরের ২ কলেজ ছাত্র

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বন্দরখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১: ৩০ মিনিটের সময় এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কে শিবচর উপজেলার বন্দরখোলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় অয়ন দাশ (২০) ও পার্থ শীল (২০) নামে দুই কলেজ ছাত্র ঘটনা স্থলেই নিহত । এসময় সীমান্ত (২০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। নিহত অয়ন শিবচরের পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে ও পার্থ একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে।তারা স্থানীয় দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে কলেজে প্রি-টেষ্ট পরীক্ষা দিয়ে একটি মোটরসাইকেল যোগে তিনজনে বাড়িতে ফিরছিলেন।এসময় তারা এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং এর উপর বাড়ি খায়। এসময় ঘটনাস্থলে অয়ন মারা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখানে পার্থ মারা যায়। তবে সিমান্তর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *