উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯মে২৫) দুপুর ১২টায় উপজেলা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ আল ইমরান এর সভাপতিত্বে, এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
এ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শর্মী রায়।
উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ইন্জিনিয়ার ওয়াদুদ খন্দকারসহ আরও অনেকে।
