সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড

সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের সাধারণ মানুষ ক্ষমতাসীন সরকার ও রাজতন্ত্রের অবসানের দাবিতে রাজপথে নেমেছে। এরই ধারাবাহিকতায় রাজা মহা ভাজিরালংকর্ন গতকাল ব্যাংককে আন্দোলনরত গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মুখোমুখি হন।

সরকার বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকা রাজা ভাজিরালংকর্নের ক্ষমতা কমানো এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচারও পদত্যাগ চান।

বিবিসি বলছে, দেশে ফিরে বুধবার রাজদম্পতি এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে আন্দোলনকারীদের অবরোধের সম্মুখীন হন তারা। যদিও এ যাত্রা বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি আন্দোলনকরীরা। খবরে আরো বলা হয়, অসংখ্য মানুষ দেশটির বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন এবং দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন।

দেশটির পুলিশ আন্দোলনরত বিক্ষোভকারীদের পিছনে ঠেলে দেয়। এরপরও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে গেছেন। তারা তাদের তিন আঙ্গুলের স্যালুট প্রদর্শন করেছেন, যাকে  আন্দোলনেরই একটি অংশ হিসেবে দেখছে বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *