সাংবাদিক গিয়াস উদ্দিন ইমনের বিশেষ কবিতা “পুরুষ “

পুরুষ

গিয়াস উদ্দীন ইমন

পুরুষ অর্থ সরষঃ পুরুষ অর্থপরশ।
দেশ চাই সেই পুরুষ যে কঠিন, যে কঠিন রুদ্ধ বারুদ।
আবার পরিবার চাই সেই পুরুষ যে যোগ্যতার সর্ব শিখরে পৌঁছে আমৃত্যু পর্যন্ত জগত সংসারকে সর্বোচ্চ প্রাপ্যটা দিতে বদ্ধপরিকর।
পুরুষ অর্থ যুদ্ধ, বিগ্রহ; পুরুষ অর্থ জলন্ত আগুন।

পুরুষের জীবন তো সুখের সোহাগাতে- সোনার মতো গলে যাবার জন্য নয়।
বরং বিষাদের আগুনে পুড়ে পুড়ে মরিচা বিহীন লৌহ মানব হতে হয়- বটে।
পুরুষকে যে পাত্রেই রাখা হয়, তাকে তদ্রূপ পাত্র হতে হয়।
পুরুষের মনকে অনেক কঠিন হতে হয়, পুরুষের জীবন বড়ই চ্যালান্ত, বড়ই কঠিন।
স্বপ্নবাজ পুরুষ রা উন্নত হয়। পুরুষকে নিদ্রিত নয় জাগ্রত স্বপ্ন দেখতে হয়।
পুরুষের জীবদ্দশায় গোলাপ ফুলের সুগন্ধির চেয়ে কাঁটার আঘাতের পরিমান অনেক-বেশী।
পুরুষ একজন বাবা, একজন স্বামী, একজন সংসার কান্ডারী। পুরুষকে প্রতিনিয়ত জীবনযুদ্ধে চ্যালেঞ্জ নিতে হয়।
এমনকি সমাজ- এমনকি রাষ্ট্র, এমনকি সন্তান, বাবা-মা।
আবার,
কোন কোন পুরুষ সংসারী হয়, কেউ বা সংসার বিরাগীওহয়,, কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায়।
পুরুষকে কখনও বটবৃক্ষের রূপ নিতে হয়, বনসাই ও বটে;
যাহার ছায়াতলে জগত সংসারকে আগলে রাখতে হয়।

পুরুষের জীবনতো সুখের ভেলায় ভেসে বেড়াবার নয়;
বরং দুঃখের আগুনে পুড়ে পুড়ে নিঃশ্বাস খাঁটি সোনা করতে হয়।
পুরুষ অর্থ ভাঙন পুরুষ অর্থগড়ন,
পুরুষ অর্থ নতুন স্বপ্নের বাস্তবায়ন।
পুরুষ অর্থ উজ্জীবিত এক রঙিন- স্বপ্নের দৃষ্টান্ত ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *