সাতক্ষীরায় বিকল ট্রাকের সাথে সংঘর্ষে দুই স্বাস্থ্যকর্মী নিহত

ছবি: সংগৃহিত

সাতক্ষীরার তালায় রাস্তায় বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার (৯ আগষ্ট) রাত সাড়ে দশটার দিকে তালার মির্জাপুর বাজারের শ্মশানের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদ নগর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফ খানের ছেলে মো. রোকনুজ্জামান লিটু মোল্লা (২৮)। তিনি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক। অপরজন একই প্রতিষ্ঠানের ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার খুলনার দীঘলিয়া থানার বহ্মগাতি গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো. সাকিব আল হাসান (২৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণপদ সমজদার জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরায় আসছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি তালার মির্জাপুর বাজারের শ্মশানের কাছে রাস্তায় বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে দুইজনই ট্রাকের নিচে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রাকটি আটক করে চুকনগরে নিয়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *