সাপ্তাহিক ছুটিতেও আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বাণিজ্যিক কার্যক্রম সক্রিয়।

“আজ ও কাল” সাপ্তাহিক ছুটিতেও চালু থাকছে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস কার্যক্রম। বেনাপোল কাস্টম হাউসসহ দেশের সকল কাস্টম হাউস ও কাস্টমস শুল্ক স্টেশনগুলোতে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ চালু থাকবে আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম। বৃহস্পতিবার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রথম সচিব (কাস্টমস নীতি) মুঃ রইচ উদ্দিন খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এসাইকুডা ওয়াল্ড সিস্টেম-এর ধীরগতির কারণে গত কয়েকদিন যাবত দেশের আমদানি-রপ্তানি’ পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্থ হয়। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে ১১ ও ১২ জুলাই ২০২৫ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে, নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে কাস্টমস সংশ্লিষ্ট লেনদেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলা ও পায়রা বন্দরসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ উদ্যোগের ফলে সাপ্তাহিক ছুটির মধ্যেও ব্যবসায়ীরা কাঁচামালসহ আমদানি পণ্য দ্রুত খালাস করতে পারবেন। এতে রপ্তানি কার্যক্রম ও দেশের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রাফেজা বেগম। তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে শুক্র ও শনিবার খোলা রাখার জন্য এনবিআর থেকে নির্দেশনা এসেছে। সে অনুযায়ী এ বন্দরে শুক্র ও শনিবার আমদানি-রপ্তানি বানিজ্যসহ পণ্য খালাস সংক্রান্ত সকল ধরনের কাজ চালু থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *