
রাস্তায় জমে থাকা পচা পানির হাত থেকে প্রায় ৫০০ পরিবারকে মুক্তি দিতে সেচ্ছাসেবার মাধ্যেমে রাস্তায় বালুর বস্তা ফেলেছে ইয়ূথ ন্যাশনস নামক একটি সামাজিক সংগঠন। কারখানার বিষাক্ত পানি পারিয়ে যাতায়াতের কারণে এলাকার অনেকেই ভুগছেন নানারকম চর্মরোগে। এলাকাবাসীকে এই যন্ত্রণা থেকে রেহাই দিতে এগিয়ে আসে সংগঠনটির সদস্যরা।
তারুণ্যের হাত ধরে মুক্তি মিলেছে বারে বারে। সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতার শিকলকে চূর্ণ করে জয় করেছে জীর্ণকে। এমনই একদল তরুণ নীরবে কাজ করে যাচ্ছে আত্মমানবতার তরে।
“যদি একজনকে সাহায্য করো, একশো জন তোমাকে সাহায্য করবে’’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ইয়ূথ ন্যাশনস বেশ কয়েক বছর ধরে বিভিন্নরকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সাভার পৌরসভার গেন্ডা এলাকার জলাবদ্ধ রাস্তায় বালুর বস্তা ফেলে সংগঠনটি।
করোনা মহামারিতে বাইরে কাজ করছেন কেন, এমন প্রশ্নের জবাবে এক সদস্য বলেন, ‘করোনায় স্কুল, কলেজ সব বন্ধ, পড়ালেখার তেমন চাপ নেই, এই সময়ে মানবিক কাজের মাধ্যমে আত্মিকশান্তি খুঁজে নিচ্ছি’।
তাদের এমন উদ্যোগে এলাকাবাসীও বেশ খুশি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় ‘ইয়ূথ ন্যাশনস ত্রাণ দেয়া, সামাজিক সচেতনতাসহ বিভিন্নরকম শিক্ষামূলক কাজ করে থাকে, ওদের দায়িত্বশীলতার কারনেই এলাকার মানুষ আজ আমরা বিষাক্ত পচা পানির হাত থেকে রক্ষা পেল।
সংস্থাটির দায়িত্বে থাকা এক সদস্য বলেন ‘আমরা বেশ কিছু প্লান নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্লান বাস্তবায়নের মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সবাই সবার সাথে মিলে মিশে শান্তিতে জীবন কাটাতে পারবে।
