আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যশোর সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ৬ জুন (বৃহস্পতিবার) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি, সিগন্যালস) গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ব্রিফিংকালে অধিনায়ক জানান, ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু প্রবেশের আশঙ্কা থাকায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, “দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্ত দিয়ে কোনো অবৈধ গরু যাতে প্রবেশ না করে, সেজন্য বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নজরদারি ও টহলে নিয়োজিত রয়েছে।”
তিনি আরও বলেন, ঈদের পর কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্তের নিরাপত্তা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সচেষ্ট থাকবে। আমরা চাই দেশের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।”
সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে ‘পুশ-ইন’ এর অভিযোগ উঠলেও যশোর ব্যাটালিয়নের আওতায় থাকা সীমান্তে এখনও এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তবে এই ধরনের পরিস্থিতি রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবর্তী জনগণকেও সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
