সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপনের স্থগিতাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল

যশোরের শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের পদবী স্থগিতাদেশ প্রতাহার করে স্ব-পদে বহাল করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বাগআঁচড়া আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের আয়োজনে একটি মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে জিরো পয়েন্ট মোড়ে এসে শেষ হয়।

এর আগে বুধবার বিকালে যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের অনুমতিতে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহালের বার্তা পাঠান দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন।

মিছিলে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *