ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম টিপু । মঙ্গলবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আনারস প্রতীক নিয়ে তিনি ৩৪হাজার ৩০৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের প্রার্থী রানা হামিদ পেয়েছেন ২৩ হাজার ৮৯৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মোঃ সাজেদুল ইসলাম ৩৪ হাজার ৯২৬ ভোটে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রাফেদুল হক টিয়া পাখি মার্কা ১৫ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী জেসমিন খাতুন ৫৭ হাজার ৯২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দী হাঁস প্রতীকের প্রার্থী সূচিত্রা রানী ১৯হাজার ৪০০ ভোট পেয়েছেন।
হরিনাকুন্ডু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, এই উপজেলায় মোট ভোটার ১লাখ ৬৭হাজার ১২৭ জন। উপজেলাতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
