হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
বারোবাজার হাইওয়ে থানা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হ্যালো অ্যাপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বারো বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
সেসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের সহকারী পুলিশ সুপার নাসিমুল হক খান, মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন, ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, যশোর তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী সহ খুলনা বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
