হোম অব ক্রিকেটে বৃষ্টির বাধা:খেলা কমলো ৯ ওভার

ফাইনাল নিশ্চিত করতে জয় ছাড়া কোন বিকল্প নেই তামিম একাদশের। আজকের ম্যাচে জয় লাভ করলে রান রেটের হিসাবে মাহমুদুল্লাহ একাদশকে পিছনে ফেলে ফাইনাল খেলবে তামিম একাদশ।এদিকে খেলা ৯ ওভার কমায় ম্যাচে যেন আসলো বাড়তি উত্তেজনা।রানরেটের হিসাব যেমন থাকবে তেমনি ৪১ ওভারের ইনিংস হওয়ায় ম্যাচে থাকবে টান টান উত্তেজনা।

সেই লক্ষ্যে দলে এসেছে একাধিক পরিবর্তন। লেগ স্পিনার তাইজুল ইসলাম ও তরুন ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম।

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্ত । ম্যাচের বয়স যখন ১৫ ওভার তখনি মিরপুরের আকাশে বৃষ্টির হানা। ১৫ ওভার শেষে নাজমুল একাদশের সংগ্রহ ৩ উইকেটে ৫৪ রান। দলীয় ৯ রানে সৌম্য সরকারকে ফেরান ফাস্ট বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন, ১৯ রানে পারভেজ ইমনকে ফেরান মাহাদী হাসান এবং ২৫ রানের মাথায় অধিনায়ক নাজমুল শান্তকে নিজের প্রথম বলেই ফেরান  দারুন ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান।

৩৩ বলে ১৭ রান করে মুশফিকুর রাহিম ও ১৩ বলে ৮ রান করে আফিফ হোসেন ধ্রুব দলীয় বিপর্যয় সামলাতে উইকেটে রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *