১২পিস স্বর্ণের বারসহ যশোরে, এক পাচারকারী আটক।

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।

আটককৃত স্বর্ণের ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০), পিতা মধুসূদন রায়, গ্রাম শাখারী বাজার, ডাকঘর ঢাকা সদর, থানা কতোয়ালী, জেলা ঢাকা।

বিজিবি সূত্র জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তার লক্ষ্য ছিল এগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন,

“দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সাফল্যের সঙ্গে বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *