১৫ আগস্টের পর চালু হবে সব ট্রেন

আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

রবিবার (৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য জানান।

এর আগে করোনা সংক্রমণের কারণে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩১ মে থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে সীমিত পরিসরে কয়েকটি আন্তনগর ট্রেন চালু করে রেলওয়ে, যা এখনও চলমান রয়েছে।

গত ৩১ মে থেকে আট জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া শুরু করে। ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ও রোগী কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হতো। যাত্রা শুরুর পাঁচ দিন আগে টিকিট সংগ্রহ করা যায়। টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারতেন না। এছাড়া ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হতো। এরই ধারাবাহিকতায় এবার আগামী ১৫ আগ‌স্টের পর পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *