২১ ফেব্রুয়ারিতে বেনাপোল সীমান্তে চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগীতা।

এবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল সীমান্তের শুন্যরেখায় দুই বাংলার মিলনমেলা না হলেও এবার বাংলায় চিত্র অংকন ও কবিতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

২১’ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে এ

প্রতিযোগীতার আয়োজন করেন প্রভাতি সংঘের অঙ্গ সংগঠন বেনাপোল সরগম সংগীত একাডেমী ও পাঠাগার। প্রতিযোগীতায় অংশ নেয় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও গাজিপুর মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, সীমান্তের শুন্যরেখায় দুই দেশের ২১ উৎযাপন না হলেও বেনাপোল চেকপোষ্টে ছোট পরিসরে সরগম সংগীত একাডেমি ও পাঠাগার নানান কর্মসুচী নিয়ে ২১ আয়োজন করেছে। সকালে বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  সংগঠনের পাশাপাশি সরগম সংগীত একাডেমির সদস্যরা বেনাপোল হাইস্কুল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  পরে সরগম সংগীত একাডেমি চেকপোষ্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষা দিবসের উপর  চিত্র অঙ্কন, কবিতা প্রতিযোগীতা ও দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিজয়ী মধ্যে পুরষ্কার বিতরন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

দুই দেশের যৌথ ২১ উৎসব না হওয়ার বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, দেশে ফ্যাসিস সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা হচ্ছে না। তবে সীমান্ত অঞ্চল শার্শা ও বেনাপোলে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা,কর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে আশা করছি পুনরায় দুই দেশের মধ্যে ২১ উৎসবের আয়োজন করা হবে জানান তিনি।

বেনাপোল সরগম সংগীত একাডেমীর সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জানান, ২০০২ সালে প্রথম বেনাপোল শুন্যরেখায় ভারত-বাংলাদেশ যৌথ ২১ আয়োজন করেছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতি সংগঠন বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের পশ্চিমবঙ্গের ২১ উৎযাপন কমিটি। কালের বিবর্তনে পরে এটি বিভিন্ন রাজনৈতিক সংগঠন পালন করে। তবে  এবার যখন সীমান্তে দুই বাংলার মিলন মেলা হচ্ছেনা ঠিক তখনি আবারো ঐতিহ্য ধরে রাখতে সেই সরগম সংগীত একাডেমি স্বল্প পরিসরে বাংলাদেশ অংশে চেকপোষ্টে  সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে আয়োজন করে ভাষা দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *