করোনা আপডেট- ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪৩ জন

করোনা

করোনা
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯লাখ ১৫ হাজার ৫৮টি। আরও পড়ুন দেশের চাহিদা মিটিয়ে এবার বৈদেশিক বাণিজ্যে পা রাখল নাইস কটন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১১৮৭ জন।

এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। আরও পড়ুন দেশের চাহিদা মিটিয়ে এবার বৈদেশিক বাণিজ্যে পা রাখল নাইস কটন

গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৭ শতাংশ।

আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন। আর নারী ১০ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *