৬টি স্বর্ণের বিস্কুট পায়ুপথ থেকে উদ্ধার করল, বিজিবি ৫৮।

ঝিনাইদহের মহেশপুর অধীনস্থ জীবননগর সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বিস্কুট সহ মোঃ রাজ রকি (৩২) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (১৭ মার্চ) বিকালে জীবননগর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজ রকি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

রাতে এক মেল বার্তায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে জেনে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। সে সময় মহেশপুর ব্যাটালিয়ন এর অধীনস্থ জীবননগর বিওপি’র টহল দল জীবননগর থানা মোড় থেকে মোঃ রাজ রকি কে আটক করে, ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে না। পরবর্তীতে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে দুটি টেপ প্যাঁচানো পোটলা বের হয়ে আসে।

পোটলা দুটি খোলা হলে ৬ পিস স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। যার ওজন ৭২৮.৯৬ গ্রাম, মূল্যে ৮৭ লক্ষ ৪৮ হাজার ৬শত ৮০ টাকা। মেল বার্তায় আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারসমূহ আদালতের মাধ্যমে সরকারি কোষাগার, চুয়াডাঙ্গায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *