বাগেরহাটে চিতলমারী খড়ম খালী শ্রীমতি স্নেহলতা সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবাগত সভাপতি এ্যাডভোকেট সুমন কুমার সিংহকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছেন, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (১৮জুলাই) সকাল ১১টায় উপজেলা খড়ম খালী শ্রীমতি স্নেহলতা সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
এ সভায় প্রধান শিক্ষক মাধুরী চক্রবর্তীর স্বাগত বক্তব্য মধ্য দিয়ে আলোচনা সভাটি শুরু করেন।এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার হালদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরে বাংলা ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধক্ষ্য বিপ্রভাষ ভট্টাচার্য, এ্যাডভোকেট মল্লিক আবু জাফর, এ্যাডভোকেট মোসলেম উদ্দিন। এ সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক খোকন মন্ডল, বিধান কুমার সিংহ, গুরুদাস মন্ডল, মমতা রানী রায়, নমিতা রানী হীরা, দীপা মজুমদারসহ আরও অনেকে।
