স্যামসাং এর চেয়ারম্যান আর নেই

ছবি: সংগৃহিত

স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) ৭৮ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন তিনি।

২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই শয্যাশায়ী হয়ে পড়েন লি। তার শারীরিক অবস্থা সম্পর্কে বাইরে খুব কম তথ্য প্রকাশ করা হতো। শেষ দিনগুলো কীভাবে কাটাতেন, তাও রহস্যে ঘেরা ছিল।

স্যামসাং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আমাদের চেয়ারম্যান লি কুন হি আর নেই। ২৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের স্বপ্নদ্রষ্টা। মৃত্যুকালে তার পাশে ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা। তার অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে স্যামসাং পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *