হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচি পালন

আজ শুক্রবার প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচি পালিত হয়েছে।

‘হিমু পাঠক আড্ডা’ নামের একটি সংগঠন হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে, লেখকের নিজ জেলা নেত্রকোনাতে আনন্দ শোভাযাত্রা ও জন্মদিনের কেক কাটার আয়োজন করে।

প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আজ সকালে আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন। আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের সাতপাই এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে জন্মদিনের কেক কাটা হয়।

করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে শোভাযাত্রা চলাকালে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি। এছাড়া আজ সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং জেলার কেন্দুয়া ও মোহনগঞ্জ উপজেলায়তেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *